বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় আশাশুনি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত প্রতিযোগিদের অংশ গ্রহনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। শিক্ষক বিধান চন্দ্র মন্ডল ও দেবব্রত বিশ্বাস দেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জমান, সহকারী প্রোগ্রামর আক্তার ফারুক বিল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, গৌরাঙ্গ গাইন, শাহাজাহান আলী, আবু সেলিম ও সোহাগ আলম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, আবু তাহের, আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সঙ্গীত, শিক্ষা ও ক্রীড়া বিষয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।