আশাশুনি প্রতিনিধি \ জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আশাশুনি বাজারে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আশাশুনি উপজেলা তাঁতীলীগের আয়োজনে দিন ব্যপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এসএম হুমায়ুন কবির সুমন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীলীগের সভাপতি হুমায়ুন কবীর রাসেল। সাধারন সম্পাদক জুয়েল হাসান ও সাবেক ছাত্রনেতা শামীম রেজার পরিচালনায় প্রস্তুতি সভায় উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মনিরম্নজ্জামান বিপুল, রবিউল ইসলাম নবু, তানজিল হোসেন পলাশ, স্বেচ্ছাসেবকরীগ নেতা বাবুল আকতার, উপজেলা তাঁতীলীগের সহসভাপতি নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক মামুন হোসেন, আছাফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মিনারম্নল ইসলাম, রম্নবেল হোসেন, সদস্য নাজমুল হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল হাসান, ছাত্র নেতা মিলন হোসেন সহ উপজেলা ও সদর ইউনিয়ন তাঁতীলীগ ছাত্রলীগ সহ আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।