আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। শিক্ষক উত্তম মন্ডলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়। বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সমীরন কুমার বাইন, গীতারানী ও মিনতি রানী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবর্গ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে আশাশুনি ইউসিসিএ, কাদাকাটি গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতি লিঃ, গাইয়াখালী সূর্যমুখী সমবায় সমিতি লিঃ ও গাইয়াখালী সমবায় সমিতি লিঃ এর সভাপতির হাতে ক্রেস্ট তুলে দেওয়াদেওয়া হয়।