শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

এম এম নুর আলম ॥ আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাাপী উন্নয়ন মেলা’২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি উপজেলা পরিষদ মাঠে এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। তিনি বলেন, উন্নয়ন মানে শেখ হাসিনা, আর শেখ হাসিনা মানে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, আর ক্ষমতায় না থাকলে দেশে খুন, দুর্নীতি আর মাদকের আসর বসানোর স্থান তৈরি হয়। এসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারোও নৌকা প্রতীকে ভোট দিয়ে জনসাধারনকে এ উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এ শ্লোগানে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে সমাপনীতে স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এসএম আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। এসময় বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগন ও ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনীতে স্টল প্রদর্শনীতে প্রথম স্থান অধিকারী বুধহাটা ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্থান অধিকারী উপজেলা প্রকৌশলী অফিস ও তৃতীয় স্থান অধিকারী প্রতাপনগর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com