আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা যুবদলের আয়োজনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত বার্ষিকি পালিত হয়েছে। সোমবার বিকালে আশাশুনি আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম টোকন এর সভাপতিত্বে মোবাইল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক লিয়াকাত হোসেন, আবদুলাহ, সাদিক আনোয়ার ছোট প্রমূখ। আলোচনা সভায় বক্তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।