আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বুধহাটা, কুল্যা, দরগাহপুর, শ্রীউলা, আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে এ মত বিনিময় করেন তিনি। শ্রীউলা প্রতিনিধি জানান, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্রীউলা ইউপি’র চেয়ারম্যান ও সদস্যদের সাথে মত বিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বৃহস্পতিবার বেলা ১টায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি সদস্যদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, বিগত সময়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রসা, ও মন্দিরে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মহামারী করোনা কালেইন সময়ে জেলা পরিষদের পক্ষে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ আব্দুর হারুন, সাবেক সভাপতি এস, এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ফিংড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আসিফ শাহবাজ খান, যুবলীগনেতা আলাউদ্দিন লাকী, সাবেক সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিক্ষক শামীমুজ্জামান পলাশ প্রমূখ। এর আগে ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে বুধহাটা, ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ এর সভাপতিত্বে কুল্যা, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী সভাপতিত্বে দরগাহপুর, বিকালে ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান এর সভাপতিত্বে আশাশুনি সদর ও সর্ব শেষ শোভনালী ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।