মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে \ আশাশুনি উপজেলার আনুলিযা ইউনিয়নের সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভাঙন দূর্গত এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা বিএনপির নেতৃবৃন্দ দেবহাটা, আশাশুনি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আনুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে জেলা বিএনপির সহায়তায় আনুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ। বিতরনের একপর্যায়ে দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব, জেলা বিএনপি নেতা ও সাতক্ষীরা ০৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন সিদ্দিকের পক্ষে ঐ এলাকার ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দকৃত ২৭০০০ টাকা আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসের হাতে তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশসহ নেতৃবৃন্দ। বিতরন শেষে রহমতুল্লাহ পলাশ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমরা কাজ করে চাচ্ছি। তারই নির্দেশে আজ দুই শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। এর আগেও জেলা বিএনপির পক্ষ থেকে এ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রান বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। বিএনপির উপর আস্থা রাখুন ক্ষমতায় আসতে পারলে উপকুলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ করা হবে। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, আবু হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদস্য মহিউদ্দীন সিদ্দিক, স ম হেদায়েতুল্লাহ, আশিকুর রহমান তুহিন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, দেবহাটা ও আশাশুনি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদ উপস্থিত ছিলেন।