বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার মরিচ্চাপ বেইলি ব্রীজের কাছে বাইপাস সড়কে ট্রাই সাইকেল উল্টে প্রতিবন্ধী যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ৯.৩০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশাশুনি গ্রামের আব্দুলাহ সরদারের ছেলে প্রতিবন্ধী হানজালা সরদার (১৮) সকালে বাড়ি থেকে নিজে ট্রাই সাইকেল চালিয়ে বইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। মরিচ্চাপ ব্রীজের কিছু দূরে সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সাইকেলটি পাশের নিচু খাদে গিয়ে পড়ে। পাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ১০ টার দিকে আশাশুনি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় তার পিতা-মাতা ও সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন হাসপাতালে গিয়ে পরিস্থিতি দেখে চিকিৎসকের পরামর্শ মত সাতক্ষীরায় নিয়ে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষার ব্যবস্থা করা হয়। চেয়ারম্যান নিজস্ব অর্থে সাতক্ষীরা নিয়ে যান এবং সেখানে নিজস্ব অর্থে প্রয়োজনীয় পরীক্ষা শেষে আবার আশাশুনি হাসপাতালে নিয়ে আসেন।