বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ চার আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার দিন ব্যাপী এসআই হাবিবুর রহমান ও এএসআই আব্দুল জব্বার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল ইউনিয়নের বড়দল উত্তরপাড়া গ্রামের শুকুর আলী ঢালীর স্ত্রী ফিরোজা বেগম (৫২)কে ৫০ গ্রাম গাঁজাসহ তার বসত বাড়ী থেকে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৫(০২)২২ মামলা দায়ের করা হয়। এছাড়াও প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর গ্রামের আব্দুল মালেক সানার ছেলে জামিল হোসেন (৩৫) ও মতিয়ার মিস্ত্রীর ছেলে সবুজ ওরফে কারিমুজ্জামান (৩৩)কে ২টি গাঁজা গাছসহ কল্যানপুর এলাকা থেকে হাতেনাতে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে ১৪(০২)২২ মামলা দায়ের করা হয়। অপরদিকে, এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের আহম্মদ আলীর ছেলে বিলাল হোসেনকে ওয়ারেন্টমূলে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে আটক করেন। আটককৃতদেরকে মঙ্গলবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।