এম এম নুর আলম ॥ জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন , আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, শিক্ষা অফিসার আব্দুর রকিব, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, জগদীশ চন্দ্র সানা, আবু দাউদ ঢালী, দিপংকর বাছাড় দীপু, রুহুল কুদ্দুসসহ ইউপি সচিব, উদ্যোক্তাবৃন্দ ও স্থানীয় সরকারের অধীনে সকল দপ্তরের উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা যুব উন্নয়র কর্মকর্তা আলহাজ্ব এসএম আজিজুল ইসলামের সঞ্চালনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে এ উন্নয়ন মেলায় উপজেলার স্থানীয় সরকারের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ ২১টি স্টল অংশগ্রহণ করে।