বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে সাব-রেজিস্টার অফিসের সকল লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ও নকল নবিশদের কাজের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার, নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষে দিনব্যাপী অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সাব-রেজিস্টার অফিসে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মোহাঃ আব্দুল হাফিজ। সাব-রেজিস্টার কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা ও শ্যামনগর উপজেলার সাব-রেজিস্টার মোঃ ইমরুল হাসান। কর্মাশালায় আর ও আর, রেকর্ড সংশোধন, নামজারী, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ ও সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য ২০১০ এর আইনের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষকবৃন্দ। এসময় সাব রেজিস্ট্রার অফিসের হেড ক্লাক শেখ আকরাম হোসেন, দলিল লেখক বদরুদ্দোজা বদর, রাবিদ মাহমুদ চঞ্চল, দীপংকর কুমার মন্ডল, মাহবুব মোরশেদ লিপটন, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, নকল নবিস নির্মল সরকার, নাজমুল হোসেন, ইসাফুল কবীর, দিগন্ত তরফদারসহ ৪৭ জন দলিল লেখক ও ২১ জন নকল নবিশ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে সকল প্রশিক্ষনার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।