শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

আশাশুনিতে দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

এম এম নুর আলম ॥ ্রসাতক্ষীরা ৩ আসন-আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ (আংশিক) -এ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপিকে পুনরায় নৌকা প্রতীকের জন্য মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আশাশুনিতে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। রবিবার বিকাল ৪ টায় টেলিভিশনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। এরপর আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন ও এস এম হুমায়ূন কবীর সুমনের সার্বিক সহযোগিতায় শতশত নেতাকর্মী সমন্বয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহেল বাকি বাচ্চু, রাজু আহমেদ পিয়াল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান বিপুল, তাঁতী লীগের সভাপতি হুমায়ূন কবির রাসেল, মৎস্যজীবী লীগের সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিট, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলামসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। অপরদিকে, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন এর নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল সহকারে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও খাজরায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিমের নেতৃত্বে ও বুধহাটায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলুর নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com