বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ী সহ ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে শনিবার রাতে অভিযান পরিচালনা করে বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস (২০) ও একই গ্রামের লাভলু গাজীর ছেলে আব্দুর রহমান (১৮) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলার আসামী ধান্যহাটি গ্রামের মতিলাল অধিকারীর ছেলে গোপাল অধিকারী ও তার ছেলে বাবু লাল অধিকারী, নাংলা গ্রামের মৃত বেলায়েত সরদারের ছেলে আব্দুল হক, আনুলিয়া গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মোক্তার আলী, পাইকগাছা উপজেলার শাহপাড়া গ্রামের লুতফার গাইন এর ছেলে গাউচ গাইন, গদাইপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী মোনয়ারা খাতুন, বকচর গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী নিলুফার ইয়াসমিন খাতুন, শোদকনা গ্রামের মৃত বাবর আলী সরদারের ছেলে আজিবর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।