বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়ায় দুই সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। জানাগেছে, শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ চাপড়া গ্রামের ইসমাইল হোসেনের জৈষ্ঠ্য পুত্র সরোয়ার হোসেনের স্ত্রী ২ সন্তানের জননী সাবিনা খাতুন (২১) বাড়ীর সকলের অজান্তে ঘরের আড়াই ওড়না পেঁচিয়ে এ আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কোন কারণ জানা না গেলেও তার স্বামী পার্শ্ববর্তী পাঞ্জেগানা মসজিদের ঈমাম সরোয়ার জানান, স্ত্রীর সাথে আমি বা বাড়ী কারও সাথে কখন ঝগড়া বিবাদ হয়নি। তবে আত্মহত্যার ঘটনার ৫ মি. পূর্বে তার দু’সন্তান পড়ানো কালিন ছোট কন্যা দুষ্টামি করায় তাকে চড় মারে। তার কান্না-কাটি শুনে আমি উঠানে দাড়িয়ে শুধুমাত্র তাকে মারতে নিষেধ করে পাশের মৎস্য ঘেরে হাঁস আনতে যায়। সন্তানদের ডাক চিৎকারে দ্রুত বাড়ী ফিরে দেখি ঘরের আড়াই গলায় ওড়না পেঁচিয়ে আমার স্ত্রী ঝুলে আছে। সাথে সাথে বাড়ীর অন্যান্যদের ডাক দিয়ে নীচে নামিয়ে ভ্যান যোগে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।