এম এম নুর আলম \ বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এর আশাশুনি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের সমবায়ীদের সাথে মতবিনিময় করেছেন মিল্ক ইউনিয়ন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। বুধবার বিকালে উপজেলার কুল্যার মোড়স্থ আশাশুনি দুগ্ধ শীতকরণ কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মতবিনিময় করেন তিনি। এসময় প্রধান অতিথি বলেন, দুগ্ধ সংগ্রহকারী বা খামারীরাই এ কেন্দ্রের প্রাণ। আপনাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে, যেন দুধে কোন প্রকার অখাদ্য মিশ্রণ না হয়। কারণ এটা শিশু খাদ্য, আপনার আমার সন্তানই কিন্তু এ খাদ্য খাবে। তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে গাভীর দুধের কোন বিকল্প নেই। গাবতলা প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি দেব প্রশাদ ঘোষের সভাপতিত্বে এসময় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দুগ্ধ উৎপাদনকারী খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।