আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অবঃ অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, সদস্য প্রভাষক রতন অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, শিক্ষক রেহেনা আক্তার ও খুকুরানী প্রমূখ আলোচনা রাখেন। সভায় উপজেলার সার্বিক দুর্নীতির অবস্থা, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে করনীয়তাসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।