বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভ‚মিকা” বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় ৬ শিক্ষার্থী অংশ গ্রহন করে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতানা জুই ১ম স্থান, একই শ্রেণি ও স্কুলের তাপসী রাবেয়া বাবলী ২য় ও ৬ষ্ঠ শ্রেণির রুকাইয়া তাসনিম মাইশা ৩য় স্থান অধিকার করে। বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি সরকারি কলেজের সাকিবা সুলতানার নেতৃত্বে ৩ জনের দল, রুপা ঘোষের নেতৃত্বে ৩ জনের দল ও আশাশুনি মহিলা কলেজের প্রেমা সরকারের নেতৃত্বে ৩ জনের দল অংশ গ্রহন করেন। মডারেটরের দায়িত্বে ছিলেন, দুপ্রকের সাধারণ সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। বিচারকের দায়িত্বে ছিলেন দুপ্রক সভাপতি অধ্যক্ষ (অব.) চিত্তরঞ্জন ঘোষ, সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান ও অধ্যাপক (অব.) সুবোধ চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) দীপা রানী সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।