আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে। বুধবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম ও অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানসহ অন্য কর্মচারীবৃন্দ অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন।