আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে কর্মরত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় বুধহাটা কবির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি এমএম নুর আলম, আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বুধহাটা ইউনিয়ন প্রতিনিধি ইয়াছিন আরাফাত, প্রতাপনগ ইউনিয়ন প্রতিনিধি মাসুম বিল্লাহ ও শ্রীউলা ইউনিয়ন প্রতিনিধি শাহাজান হাবিব। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকায় পত্রিকা বন্টন, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।