বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের অভিযানে এক ধর্ষকসহ তিন আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই সিহাবুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এএসআই সাহেল শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলা নং-১৫(৮)২৩ এর আসামী উপজেলার নওয়াপাড়া গ্রামের মনিরুদ্দীন সরদার এর ছেলে ধর্ষক মুনছুর আলী, সিআর পরোয়ানা ৮১৫/২২ এর আসামী দরগাহপুর গ্রামের মোঃ কাউছার এর ছেলে ইসরাকুল ইসলাম ও ইসরাকুল এর স্ত্রী ফিরোজা খাতুনকে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করেন। আটককৃত আসামীদেরকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।