বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে র্যাব-৬ এর অভিযানে ৫৩হাজার ৭শত ৬০প্যাকেট সরকারি রেভিনিউ স্টিকার বিহীন ও প্যাকেটের গায়ে নকল স্টিকার লাগানো রুপালী বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঐ কোম্পানির এক ডিলারকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড়দল বাজারস্থ রুপালী বিড়ির গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে কোম্পানির ডিলার রংপুর জেলার হারাগাছা উপজেলার শিয়াপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মিয়ার ছেলে আশিকুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে নকল ঐ স্টিকার লাগানো ৫৩ হাজার ৭শত ৬০প্যাকেট রুপালী বিড়ি সাতক্ষীরা কাস্টম গোডাউনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬ এর এক কর্মকর্তা।