এম এম নুর আলম \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক যোগদান করেছেন। সোমবার সকালে তিনি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। জানাগেছে, ডাঃ সুদেষ্ণা সরকার বদলী জনিত কারনে অন্যত্র চলে যাওয়ায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএ পদ শূণ্য হয়ে যায়। তদন্থলে ডাঃ মিজানুল হককে বদলী করায় তিনি এখানে যোগদান করলেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। যোগদাকালে আশাশুনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিপন বিশ্বাস, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ আঃ রহমান, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ মোঃ শহিদুলাহ, ডাঃ ফাতেমাতুজ্জোহরা, ডাঃ বিশ্বজিৎ কুমার বাছাড়, ডাঃ অনিক গুহ, ডাঃ প্রসূন কুমার মন্ডল, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ আশিকুর রহমান, ডাঃ নাহিয়ান হাবিব, ডাঃ নাইম হোসেন নয়ন প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।