এম এম নুর আলম \ আশাশুনি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরকে বরণ ও বদলী জনিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানকে বিদায় সংবর্ধন প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সদ্য যোগদানকারী মোঃ রনি আলম নূরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বদলি জনিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। নবাগত ইউএনও রনি আলম নূরের সভাপতিত্বে ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও মোঃ সোহাগ খান, জনতা ব্যাংকের ম্যানেজার তপু রায়হানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিদায়ী ইউএনও ইয়ানুর রহমান দেবহাটা থানায় বদলী হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।