এম এম নুর আলম ॥ আশাশুনিতে ৪র্থ বারের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল সকালে উপজেলা চেয়ারম্যানের ইট ভাটার অফিস কক্ষে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কল্যান সমবায় সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শম্ভুজিৎ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কল্যান সমবায় সমিতির সভাপতি আব্দুল মাজেদ, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মন্টু, ইউপি সদস্য মঙ্গল কুমার সরকার, রেজওয়ান, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কল্যান সমবায় সমিতির সহ সভাপতি আসলাম হোসেন, ফিরোজ হোসেন, শাহনেওয়াজ হোসেন, শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেনসহ সমিতির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।