আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে অভিযান পরিচালনা করে প্রায় ৬ লক্ষ্য টাকা মুল্যের ১৫টি নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ২০ মে হতে ২৩ জুলাই সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে আইন বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে উপজেলার খোলপেটুয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খোলপেটুয়া নদীতে অবৈধ ভাবে জাল পেতে মৎস্য আহরণ করা হচ্ছিল। অভিযানে ৫ টি বেহুন্দি জাল এবং ১০ টি মশারী জাল আটক করা হয়। আটককৃত জালের মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। পরে আশাশুনি ব্রীজের কাছে নদীর চরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।