শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

আশাশুনিতে নৌকায় ভোট চেয়ে মোস্তাকিম এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা ৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ গণসংযোগ লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চ,ু মহিলা আওয়ামী লীগ নেত্রী ও ইউপি সদস্য হাফিজা খাতুন তমা, আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম, বদিয়ার রহমান, তবিবুর রহমান তৈবার, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, বড়দল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডালিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মুর্শিদ আলমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, আলহাজ্ব এবিএম মোস্তাকিম সাতক্ষীরা ৩ আসনে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন ও সাধারণ মানুষের আশা ভরসা এবং ভালোবাসার মানুষ। তাকে যদি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয় তাহলে এই আসনে নৌকা বিপুল ভোটে নৌকা জয়লাভ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com