আশাশুনিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি সরকারি কলেজ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের নৌকার মাঝি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান, ডাঃ রুহুল হকের পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স ম হুমায়ুন কবির সুমন, সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি শাহেদুজ্জামান শাহেদ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামায়াত কিন্তু মরিয়া হয়ে উঠেছে। দেশের উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও দেশের উন্নয়ন করার সুযোগ দেওয়ার জন্য আহবান জানান তিনি। এসময় ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি সকাল থেকে বিকাল পর্যন্ত কুল্যা ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও পথসভা করেন।