আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসপায়ার টু ইনোডেট (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় এটুআই এর প্রোগ্রাম এ্যাসিটেন্ট কাজী মোহায়মিলন কর্মশালায় অংশগ্রহণকারীদের দাপ্তরিক কাজে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ‘জাতীয় তথ্য ও বাতায়ন’ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এসপায়ার টু ইনোডেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।