বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজাহার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম মিজানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুদীপ্ত সেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব। পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিতিতে বক্তাগণ মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন সাধন, অনাকাঙ্খিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাত রোধ, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। এছাড়াও “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহকে সফল করতে সভায় উপস্থিত সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।