আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলিত সম্প্রদায়ের এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন স্বাস্থ্য এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এফএডিভি এর অর্থায়নে এসএইচইএফএসবি প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব, প্রকল্প ব্যবস্থাপক নিরঞ্জন বর্মন, হেলথ মবিলাইজার রুহিনী সরকার প্রমুখ।