আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে চলমাান এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। রবিবার সকাল ১০টা থেকে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি কলেজ, বুধহাটা বিবিএম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা, দরগাহপুর এসকে আরএইচ কলেজিয়েট স্কুল, দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল, বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেনু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরিদর্শন শেষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আশাশুনিতে নকল মুুক্ত ও উৎসব মূখর পরিবেশে পরিক্ষা চলছে। বাকি পরীক্ষাগুলো নকলমুক্ত পরিবেশে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য তিনি সংশ্ললিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল বাবলুর রহমান, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, হল সুপার দেবব্রত কুমার মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।