আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির আনুলিয়া থেকে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার ভোররাতে র্যাব-৬, স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আনুলিয়া ইউনিয়নের মীরজাফর গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মোঃ আরিফ বিল্লা (২৭)কে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল ও ০১টি ম্যাগাজিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। এর রিপোর্ট লেখা পর্যন্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।