বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ঐ শিশু তার মামার বাড়ির পুকুরে পড়ে মৃত্যুবরণ করেন। জানাগেছে, উপজেলার গুনাকরকাটি গ্রামের আবু তাহের গাজীর মেয়ে আফিয়া (২) শনিবার সকালে তার মায়ের সাথে চিলেডাঙ্গা গ্রামে তার মামা আব্দুল মাজেদ সরদারের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এরপর মামার বাড়ির পাশে সবজী বাগানে সবজী উঠানোর সময় ঐ শিশুর মা মেয়েকে মামীর কাছে রেখে যান। এসময় মামীর চোখ ফাঁকি দিয়ে শিশু আফিয়া পাশের পুকুরে (খাদে) পড়ে গেলে তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঐ পুকুরের পানি থেকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়। তার অকাল মৃত্যৃতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।