বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের অভিযানে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগে ধর্ষক শাহিনুর গাজীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায় এসআই ফকির জুয়েল রানাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার ধর্ষণ মামলা নম্বর-২ (তাং-৩/২/২০২২) এর আসামী উপজেলার দরগাহপুর গ্রামের মৃত মুক্তার গাজীর ছেলে শাহিনুর রহমান গাজী (৩৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃৃত আসামীকে শনিবার সকালে বিচারার্থ আদালতে প্রেরণ করা হয়েছে।