আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে শনিবার রাতে এসআই মোঃ মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সের অভিযানে ১৫০ গ্রাম গাঁজা সহ আসামী পাইথালী গ্রামের মোঃ সিরাজ সানার ছেলে মোঃ সাকিব সানাকে তার এলাকা থেকে গাঁজা বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় ৩৪(০৮)২৩ নং মামলা রুজু করা হয়েছে। অপরদিকে বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাবুল ইসলাম, এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সের অভিযানে জিআর গ্রেফতারী পরোয়ানা- ২৫৭/২২ এর আসামী কুল্যা গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে মোঃ আতাউর রহমান ও এস সি পরোয়ানা-৫৫১/২০ নং এর আসামী কাটাখালী গ্রামার মোঃ আনিছুর রহমান সানার ছেলে মোঃ বুলবুল আহম্মেদ (বুলি)কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদেরকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।