বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টের দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর এর নেতৃত্বে শনিবার এসআই বিজন কুমার সরকার ও এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স এর সাহয়তায় নিয়মিত মামলা নং-১৭(০৭)২৩ এর আসামী খুলনা জেলার পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের মৃত রহিম সরদারের ছেলে এনামুল সরদার (৩২) কে শ্রীউলা এলাকা হতে আটক করেন। অপরদিকে, সিআর পরোয়ানা-১৩৯/২৩ এর আসামী আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে বাবু কে তার নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদ্বয়কে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।