বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত চার ও নিয়মিত মামলার তিন আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে মঙ্গলবার এসআই জাহাঙ্গীর হোসেন খান, এসআই আমিনুল ইসলাম, এসআই মিঠুন মন্ডল, এএসআই নজরুল ইসলাম, এএসআই সোহেল শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর পরোয়ানা-২৩৫/২২ এর আসামী উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত শেখ আতিয়ার রহমান এর ছেলে আব্দুস সোবহান, একই গ্রামের সিআর পরোয়ানা-৫৩২/২৩ এর আসামী আলতাপ হোসেন এর ছেলে মান্নান হোসেন, সিআর পরোয়ানা-৫৩৩/২৩ এর আসামী উপজেলার রামনগর গ্রামের ইমান সরদারের ছেলে মইনুর সরদার ও তার ভাই মনিরুল সরদার কে তাদের নিজ বাড়ী হতে আটক করেন। অপরদিকে, নিয়মিত মামলা নং-০২(১০)২৩ এর আাসামী উপজেলার বড়দল (দক্ষিণপাড়া) গ্রামের শহীদ গাজীর ছেলে সাহেদ আলী (২২), কয়রা উপজেলার আমাদী গ্রামের নুরু সরদারের ছেলে বর্তমানে মধ্যম বড়দলের বাসিন্দা আলামিন সরদার (২১) ও সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামের আমিন সরদারের ছেলে মতিন সরদার (২১) কে বড়দল এলাকা হতে আটক করেন। আটককৃত আসামীদেরকে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।