আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের অভিযানে ২ আসামীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, এসআই পিয়াস কুমার সাহা, এসআই শামীমুর রহমান অভিযান চালিয়ে আশাশুনি থানার মামলা ২৬(০৫)২৪ এর আসামী শ্রীউলা গ্রামের রেজাউল গাজীর ছেলে মেহেদী হসান ও মামলা নং-২৪(১২)২৩ এর আসামী ফকরাবাদ গ্রামের আঃ আজিজ এর ছেলে শফিকুল ইসলামকে থানা এলকা হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।