আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশী অভিযানে দুই আসামীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানাগেছে, অভিযান চালিয়ে মামলা নং—২০(৭)২৪ এর আসামী খাজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ—সভাপতি তুয়ারডাঙ্গা গ্রামের মৃত হাকিম মোল্যার ছেলে মজিবর মোল্যা এবং মামলা নং—৭(৩)২৫ এর আসামী ভালুকা চাঁদপুর গ্রামের সামসুর মোল্যা ওরফে আঃ আলিম ড্রাইভারকে থানা এলাকা হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।