আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সাত জনকে আটক করা হয়েছে। আটককৃদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানাগেছে, সিআর—৪৬৯/২৪ মামলার আসামী টেকাকাশিপুর গ্রামের খালেক সানার ছেলে মোঃ ওহাব আলী ও সিআর—৭৭/২৪ মামলার আসামী মোঃ জিল্লু সরদারের ছেলে মোঃ উজ্জল সরদার, আশাশুনি থানার ৫(৪)২৫ নং মামলার আসামী রুইয়ারবিল গ্রামের আব্দুল মান্নান গাইন এর ছেলে আব্দুস সালাম গাইন (২৬) ও মোঃ শাহিন গাইন (৩৫), মৃত আব্দুস সামাদ গাইন এর ছেলে মোঃ সাহেব আলী (৩০), ২৫(৩)২৫ নং মামলার আসামী দরগাহপুর গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে মোঃ রফিকুল গাজী (৪০) ও মোঃ ইসরাফিল গাজী (৩৭)কে ভিন্ন ভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন।