বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানার ২ আসামীসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই বিজন কুমার সরকার, মুহিতুর রহমান, এএসআই সোহান হোসেন অভিযান চালিয়ে নিয়মিত মামলা ১৭(০৭)২৩ এর আসামী রাধারআটি গ্রামের আঃ গনি মিস্ত্রীর ছেলে আলতাফ হোসেন সাদ্দাম, নিয়মিত মামলা ১৭(০৬)২৩ এর আসামী শ্বেতপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ফারুক হোসেন, নাঃশিঃ পরোয়ানা- ৩৩৯/২৩ এর আসামী বেউলা গ্রামের শের আলী সরদারের ছেলে ইদ্রিস আলী, ও মৃত মেছের আলী সরদারের ছেলে শের আলী সরদারকে তাদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। আটককৃত আসামীদের সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।