বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে এসআই বিজন কুমার সরকার, এসআই মিঠুন মন্ডল, এএসআই আইয়ুব রহমান অভিযান চালিয়ে নিয়মিত মামলা ১৭(০৭)২৩ এর আসামী বাকড়া গ্রামের আঃ সামাদ সরদারের ছেলে হযরত আলী সরদার, জিআর পরোয়ানা-২৮৮/১৫ (আশা) এর আসামী বসুখালী গ্রামের মৃত আলী বক্স গাজীর ছেলে সিরাজুল ইসলাম, জিআর পরোয়ানা-১৬/২০ এর আসামী রাউতাড়া গ্রামের মৃত আমিরুল ঢালীর ছেলে নাইম ঢালীকে তাদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।