আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে পুলিশের উপর হামলার ঘটনায় থানায় পুলিশ বাদী মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। জানাগেছে, ঘটনার সময় মাদক দ্রব্য আছে সন্দেহে তেঁতুলিয়া বাজারে আঃ রউফের ছেলে রাসেলের মোটর সাইকেল আটক করে তলাসী চালান এসআই গাজী নূরুন্নবী ও কনস্টেবল মোহন। এসময় একাধিক বার তলাসীর পরে মোটর সাইকেলে মাদক দ্রব্য পাওয়া গেছে বলে দাবি করে পুলিশ। এসময় উপস্থিত কেউ কেউ পুলিশ তলাসির সময় মোটর সাইকেলে মাদক দিয়ে মাদক উদ্ধার করার ঘোষণা দিয়েছে দাবী করে পুলিশকে ঘেরাও করে ফেলে এবং কেউ কেউ পুলিশকে লাঞ্চিত করে। পরিস্থিতি উত্তেজনায় রুপ নিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিপংকর সরদার দ্বীপ এবং একাধিক ব্যক্তির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন জানান, এসআই গাজী নূরন্নবী বাদী হয়ে ২৪ জনের নাম উলেখ করে অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে গ্রাম পুলিশ রুহুল আমিনের ছেলে শফিকুল, গোলাম নবীর ছেলে মাছুম ও শহিদুলকে আটক করা হয়।