আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবঃ প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। পূজা উদযাপন পরিষদের উপজেলা সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় আশাশুনি সেবা আশ্রমের অধ্যক্ষ স্বামীজী বিশ্ব প্রাণানন্দজী, অবঃ অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তীসহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শারদীয়া দুর্গোৎসবসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।