বিশেষ প্রতিনিধি ॥ ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবত্ত বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়ন ও দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সদর কালীমন্দিরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী বিশ্ব প্রাণানন্দজি, পরিষদের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, শিক্ষক কালিপদ রায় ও গোষ্ঠ বিহারী সরকার, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতা উদয় কান্তি বাছাড়, প্রভাষক রবীন্দ্রনাথ সরকার, বাপন মিত্র, উত্তম দাস, মনিন্দ্র নাথ মন্ডল, বিশ্বনাথ সরকার, অনান কুমার সরকার, সত্যজিৎ মন্ডল, প্রভাষক রতন অধিকারী, দীপন কুমার মন্ডল, সুপদ সানা প্রমুখ।