বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাছিমাবাদে পূর্ব শত্রুতার জের ধরে মারপিটে চাচা ভাতিজা আহত হয়েছে। এব্যাপারে থানায় এজাহার সূত্রে জানগেছে, নাছিমাবাদ গ্রামের ফজলু করিম গাজীর পুত্র আহসান উল্লাহ ওরফে পোচা গাজী স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে আলামিন হোসেনকে দেখে নেওয়ার হুমকী ধামকি দিয়ে আসছিল। এরই জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আহসান উল্লাহ ওরফে পোচা গাজীর নেতৃত্বে মফিজ উদ্দীন গাজীর ছেলে আঃ মজিদ গাজী, মোস্তফা বেলাল ওরফে ভুট্টো গাজীর ছেলে রাসেল গাজী, মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে ফজলুর রহিম গাজী, মোস্তফা বেলাল ওরফে ভুট্টো গাজী, ফজলু করিম গাজীসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শনিবার সন্ধ্যায় আঃ গনি গাজীর ছেলে আলামিন হোসেন তার ছোট চাচা হাবিবুর রহমানকে নিয়ে নিজেদের মৎস্য ঘেরে যাওয়ার পথে পেছন দিক থেকে কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর হামলা করে এলোপাতাড়ীভাবে পিটিয়ে তাদেরকে আহত করে। এ সময় আপাশের লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে আসতে থাকলে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় মারপিটকারীরা আহতদের কাছে থাকা মাছ বিক্রি করা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আহত হাবিবুর রহমান বাদী হয়ে আশাশুনি থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করে লিখিত এজাহার দায়ের করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ^জিত অধিকারী জানান, এ ঘটনায় একটি এজাহার পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।