আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালী ও বুধহাটায় সামাজিক স¤প্রীতি কমিটির সামাজিক স¤প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শোভনালী ও বুধহাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ পৃথক পৃথক সমাবেশের আয়োজন করা হয়। শোভনালী ইউপি চেয়ারম্যান ও কমিটির সভাপতি মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব আমিনুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাকিব, মেম্বর উদয় কান্তি বাছাড়, ইমাম মাওঃ জিয়াউর রহমান, মাদ্রাসা সুপার মাওঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। একই ভাবে বুধহাটা ইউপি চেয়ারম্যান ও কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক সমাবেশে জন প্রতিনিধি, বীর মুক্তি যোদ্ধা, আইন শৃংখলা বাহিনীর সদস্য, ইমাম, পুরোহিত, নারী প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।