বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সুশীল সমাজের পুরুষ প্রতিনিধি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মহিলা প্রতিনিধি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সহকারী প্রোাগ্রামার আক্তার ফারুক বিলাহ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তৈয়বুর রহমান, কমিটির সদস্য সচিব উপজেলা তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা রিপা শাহরিন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় ইউএনও ইয়ানুর রহমান দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন এবং তথ্য কেন্দ্রের কাজের গতিবৃদ্ধির ব্যাপারে উপস্থিত সকলে পরামর্শমূলক আলোচনা রাখেন।