আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাকেশ অনুষ্ঠিত হয়। গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল। আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নারায়ন চন্দ্র পাল, আসিফ ইকবাল ও সেলিনা আক্তার এবং ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি। শিক্ষার্থীদের মধ্যে প্রচলনামূলক অভিযানের অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন জাওয়াদ আল রুম্মান, দ্বিতীয় মালিহা মৌমিতা ও তৃতীয় আফরোজা খানম। বক্তব্য প্রতিযোগিতায় প্রথম মাইয়া ফারিহা শিমু, দ্বিতীয় মালিহা তাবাচ্ছুম ও তৃতীয় স্থান অধিকার করেছে দেবজ্যোতি কুন্ডু। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।