আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি গ্রামে ঘরের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এঘটনা ঘটে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, মৃতার স্বামী লিখিতভাবে থানা পুলিশকে জানালে এসআই সাব্বির আহমেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সে সুরতহাল রিপোর্ট তৈরিপূর্বক পরিবারের কোন অভিযোগ না থাকায় দাফন কাফনের জন্য তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।